রাতের বেলাও অফিস করেন শরীয়তপুর পৌরসভার মেয়র

শরীয়তপুর প্রতিনিধি: নিয়মিত প্রতিদিনতো অফিস করেনই এমনকি রাতের বেলাও অফিস করেন শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন। পৌরবাসীদের সেবার মান আরও বাড়ানোর লক্ষেই তাঁর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানা গেছে, ২০২০ সালের ১৮ ডিসেম্বর শরীযতপুর পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের (নৌকা) দলীয় মনোনয়ন পান অ্যাডভোকেট পারভেজ রহমান জন। ২০২১ সালের ১৬ জানুয়ারী বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। পরে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করে একটি মডেল পৌরসভা গড়ার লক্ষে কাজ করে চলছেন তিনি। এছাড়াও শরীয়তপুর জজ কোর্টের এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ রহমান জন। পৌরসভার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রতিদিন নিয়মিত পৌরসভায় অফিস করেন এবং পৌরবাসী যাতে ঠিকমতো নাগরিক সুবিধা পায় সে লক্ষে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় দিনের বেলা অফিস কাজের চাপ কমাতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদেও নিয়ে রাতেও কাজ করেন তিনি। এতে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি।

এব্যাপারে শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন শরীয়তপুর পৌরবাসীর দ্বোরগোড়ায় পৌছে দিতে চাই। আর আমি আমার পিতামাতার ন্যায় সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার পিতা আওয়ামীলীগের জন্য জীবন দিয়েছে। আমিও দল ও জনগনের জন্য সর্বদা প্রস্তুত আছি। আমি পৌরসভার সেবার মান আরও বাড়াতে চাই। এজন্য যা যা করনীয় তা করবো, ইনশাআল্লাহ। আর এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

উল্লেখ্য, পারভেজ রহমান জনের বাবা প্রয়াত হাবিবুর রহমান ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জজ কোর্টের সাবেক পিপি। তার মা প্রয়াত জিন্নাত হাবিব ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান।

সর্বশেষ