আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৪০০০ আন্তর্জাতিক টেস্ট রান এবং ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। তবে ফলো-অনে পড়ে দলের বিপর্যয়ে ব্যাট হাতে সাকিব আল হাসান তুলে নিলেন অর্ধশতক। আর তাতেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪০০০ রান এবং ২০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৫৯ টেস্ট ম্যাচ খেলে এই রেকর্ডে নাম লিখিয়েছে সাকিব। এর আগে ইংল্যান্ডের ইয়ান বোথাম ৬৯ ম্যাচ খেলে এই বিরল রেকর্ডে সবচেয়ে দ্রুততম ছিলেন।
তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স ৮০ ম্যাচ ভারতের কপিল দেব ৯৭ ম্যাচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ১০১ ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১০২ ম্যাচ খেলে এই বিরল রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে।