মাস সেরা ক্রিকেটারের দৌড়ে বাংলাদেশের নাহিদা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
আইসিসি প্লেয়ার্স অব দ্যা মান্থ (নভেম্বর) মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

আইসিসি প্লেয়ার্স অব দ্যা মাত্র নারী বিভাগের জন্য প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রমীলা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। নভেম্বর মাসের পারফরম্যান্স অনুসারে আজ ৭ই ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) সেরা তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করে। যেখানে নারী বিভাগে বাংলাদেশের নাহিদা আক্তার একজন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন পেয়েছেন নাহিদা।

নাহিদা ছাড়াও পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হ্যালি ম্যাথিউস মনোনয়ন পেয়েছেন আইসিসি প্লেয়ার্স অব দ্যা মান্থের জন্য। তাদের মধ্য থেকেও যেকোনো একজন মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জিতবেন।

অন্যদিকে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের আবিদ আলি। নিউজিল্যান্ডের টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

সর্বশেষ