বৃষ্টিস্নাত দিনে এইচএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দিল- ট্রাফিক ওয়ারী বিভাগ

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি ঘূর্নিঝড় জাওয়াদ এবং সমুদ্রে নিম্নচাপের কারনে সারাদেশের ন্যায় রাজধানী ঢাকায় ভোর থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে আজ সোমবার রাস্তায় গণপরিবহনসহ রিকশা ও অন্যান্য পরিবহনের রয়েছে স্বল্পতা। ফলে এইচএসসি পরিক্ষার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পৌঁছাতে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে দেখা যায়। এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম, পিপিএম অত্র বিভাগের সকল এডিসি সহ সকল জোনের এসিদের নিজেদের সরকারি গাড়িতে করে পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

ট্রাফিক ওয়ারী বিভাগের এসি ট্রাফিক ডেমরা জোন শ্যামপুর কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের, এসি ট্রাফিক যাত্রাবাড়ী জোন দনিয়া কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের, এসি ট্রাফিক ওয়ারী জোন সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের তাদের সরকারি গাড়িতে এবং অন্যান্য স্থানে দায়িত্বরত সার্জেন্টদের মোটরসাইকেলে করে ৫০ জন পরিক্ষার্থীদের কেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌছাতে পেরে পরীক্ষার্থীরা ও অভিভাবকগণ ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ