টানা বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিন

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
মিরপুর টেস্টের প্রথমদিন খেলা মাঠে গড়িয়েছিলো ৫৭ ওভার পর্যন্ত দ্বিতীয় দিন বৃষ্টির বাগড়ায় মাত্র ৬.২ ওভার ( ৩৮ বল) গড়িয়েছিলো খেলা। তবে আজ তৃতীয়দিন টানা বৃষ্টির কারণে কোন দলই নামত পারেনি মাঠে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির বাগড়ায় কারণে টিম হোটেলের মধ্য থেকে তৃতীয় দিন শেষ করতে হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের ক্রিকেটারদের। যার ফলে গতদিনের ২ উইকেট হারিয়ে ১৮৮ রানে দিন শেষ করা পাকিস্তান একই সংগ্রহ নিয়ে আবারো চতুর্থদিন মাঠে নামবে সফরকারীরা। দিনশেষে অধিনায়ক বাবর আজম অপরাজিত আছেন ৭১ রানে অন্যদিকে বাবরকে যোগ্য সঙ্গ দেওয়া আজহার আলি অপরাজিত আছেন ৫২ রানে। দুইজনের গড়া তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটি ১১৭ রানের।

এর আগে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে শুরুটা দারুণ হয়েছিলো পাকিস্তানের। দলীয় ৫৯ রানের মাথায় বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলামের শিকার হয়ে ব্যক্তিগত ২৫ রানে ওপেনার আসাদউল্লাহ শফিক ফিরলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি অন্য ওপেনার আবিদ আলি। তাইজুলের দ্বিতীয় শিকার হওয়ার আগে আবিদের ব্যাট থেকে আসে ৩৯ রান। দ্রুত দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখান অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ আজহার আলি। তবে আলোকসল্পতার কারণে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা মাঠে গড়িয়েছিলো কেবল ৫৭ ওভার। প্রথমদিনের পর দ্বিতীয় দিন তীব্র কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার কারণে দুই দলের ক্রিকেটাররা প্রথম সেশন টিম হোটেলে বসে কাটালেও দ্বিতীয় সেশনে ঠিকই মাঠে নামে দুইদল। তবে খেলা হলো মাত্র ৬.২ ওভার (৩৮ বল)। এরপর আবার বৃষ্টি নামলে আর একটি বলও মাঠে গড়ায়নি মাঠে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৮৮/২ (প্রথম ইনিংস)
বাবর ৭১* আজহার ৫২*
তাইজুল ২/৪৯

সর্বশেষ