স্টাফ রিপোর্টার : খেটে-খাওয়া দিনমজুর ও হতদরিদ্রের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কিনযুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউএসএ। উত্তরের জেলা গাইবান্ধা ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডী গ্রামে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই গ্রামে আলহাজ্ব শাহাবুদ্দিন মাষ্টার এর বাড়ীতে বিতরণ অনুষ্ঠিত হয়। চরভবশুর সাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব গোলাম মাওলার ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , এলাকার প্রবীণ শিক্ষক বাছেতপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জনাব আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন মাষ্টার , এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব মোঃ ওবায়দুল্লাহ সহকারী প্রধান শিক্ষক হাতিভাঙ্গা আদর্শ উচ্চ দেওয়ানগঞ্জ জামালপুর, আরও উপস্থিতি ছিলেন প্রবীণ আলেম জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল লথিব আকন্দ, জনাব আব্দুল হাই ও প্রমুখ।
বিতরণের সময়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, প্রবাসীদের সংগঠন সাদাকাহ ইউএসএর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বিত্তশালীরা এভাবে এগিয়ে এলে অসহায় দুস্থ মানুষরা কষ্ট থেকে মুক্তি পাবে। উপস্থিত বক্তাগন সাদাকাহ ইউএসএর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে উন্নতি কামনা করে। বক্তারা আরও বলেন এই সংস্থা যেন আরও লোকজনের মাঝে সহযোগিতা দিতে পারে এজন্য দোয়াও করা হয়।