আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
সাকিব আল হাসানকে নিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
চলমান পাকিস্তান সিরিজের পর আগামী ৮ই ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল যার জন্য ইতিমধ্যে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুমিনুল হককে অধিনায়ক করে মূলত যে দল দিয়েছে বিসিবি সেখানে চলমান পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছে স্পিনার নাইম হাসান অসুস্থতার কারণে দলে নেই ওপেনার সাইফ হাসান। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে নেই তরুণ পেসার রেজাউর রহমান রাজা।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মাহমুদুল হাসান জয়, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং সাকিব আল হাসান।