জবিস্থ কিশোরগঞ্জ ছাত্রকল্যাণের সভাপতি বিজয়, সম্পাদক পিয়াস

জবি প্রতিনিধি: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বিজয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ভূগোল বিভাগের হাসিবুর রহমান পিয়াস-কে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ১২তম আবর্তনের শিক্ষার্থী।

রোববার (০৫ ডিসেম্বর) সংগঠন সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে শুক্রবার সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ বিজয় বলেন, “আমাদের উদ্দেশ্য কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সু-সংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করা সহ আরো অনেক প্রত্যয় ব্যাক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুর রহমান পিয়াস বলেন, “আমাদের সংগঠনের প্রধান কাজ সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সংগঠনটি বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।

সর্বশেষ