হারভজং সিংয়ের চোখে সর্বকালে সেরা টেস্ট একাদশ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ ভারতীয় স্পিনার হারভজং সিং ঘোষণা করলো নিজের পছন্দের সর্বকালের সেরা টেস্ট একদশ।

ভারত জাতীয় দলের সাবেক স্পিনার হারভজং সিং ঘোষণা করলো সর্বকালের সেরা নিজের পছন্দের টেস্ট একাদশ। যে একাদশে সর্বোচ্চ তিনজন করে আছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার। পছন্দের সেই একাদশে হারভজং রেখেছে ভারতের কেবল দুইজন ক্রিকেটার। পাশাপাশি দুইজন রেখেছে ইংল্যান্ডের ক্রিকেটার একজন করে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। অন্যদিকে হারভজং নিজের পছন্দের সেই একাদশে অধিনায়ক হিসেবে রেখেছে স্টিভ ওয়াহ আর উইকেটকিপারের দায়িত্বে রেখেছে কুমার সাঙ্গাকারাকে।

একনজরে হারভজংয়ের সর্বকালের সেরা টেস্ট একাদশঃ

বীরেন্দ্র শেবাগ (ভারত), আলিস্টার কুক (ইংল্যান্ড), ব্রায়ান লারা (ও. ইন্ডিজ), শচীন টেন্ডুলকার (ভারত), স্টিভ ওয়াহ (অধিনায়ক/অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার/শ্রীলঙ্কা), জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) এবং মর্তিয়া মুরালিধরন (দ্বাদশ ক্রিকেটার শ্রীলঙ্কা)

সর্বশেষ