বঙ্গবন্ধু আমাদের জাতীয় ঐক্যের প্রতিক: ড. কলিমউল্লাহ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১২৬তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু আমাদের জাতীয় ঐক্যের প্রতিক।

প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল বলেন,বঙ্গবন্ধু চাইতেন বাঙালি জাতি হবে সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিস্তৃত। এ চেতনায় রয়েছে বুদ্ধি, উন্নতি ও পূর্ণতা সাধনের নিগূঢ় দর্শন।
আর্জিনা খানম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সামান্যতম ভোগের প্রত্যাশা করেননি। সারা জীবন গণ মানুষের উন্নয়নে ব্যয় করেছেন তিনি।

গবেষক সালেক খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের প্রাণ পুরুষ, তাই তিনি স্বাধীনতার পরপরই জনগণের মৌলিক অধিকার সমৃদ্ধ একটা সংবিধান উপহার দিয়ে “জনগণের ক্ষমতার সরকার ” গঠনের জন্য ১৯৭৩ সালের ৭ই মার্চে জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী ইমাম, কুমিল্লার চান্দিনা থেকে ডাক্তার পলাশ।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।

সর্বশেষ