আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৮ই ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিসব্রেন গ্যাবায় শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য প্যাট কামিন্সকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাশেজের আগে নিয়মিত অধিনায়ক টিম পেইনের হঠাৎ অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ায় পেইনের পরিবর্তে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। তাছাড়া দলে আছে গত সিরিজের সকল ক্রিকেটার।
একনজরে অ্যাশেজের জন্য প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া দলঃ
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি; মার্নাস লাবুশেন, টেভিস হেড, মিচেল ন্যাচার, ডেভিড ওয়ার্রনার, উসমান খাজা, জজ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ঝাই রিডার্সন, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ক্যামরন গ্রিন।