স্টাফ রিপোর্টারঃ বরিশালে বিপুল পরিমানে জাটকা জব্দ এবং মোবাইল কোর্টে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে কুয়াকাটা থেকে আসা সেভেন স্টার গাড়িতে একশত কেজি জাটকা জব্দ করে এবং সেভেন স্টার গাড়ির সুপার ভাইজার শেখ হারুন অর রশিদকে দুই হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।