আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
আগামী ২রা নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুমিনুল হককে অধিনায়ক করে মূলত যে দল দিয়েছে বিসিবি সেখানে চমক হিসেবে থাকছে তরুণ ওপেনার নাইম শেখ এবং পেসার শহিদুল ইসলাম। এইদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া প্রথম টেস্টে দলের সাথে থাকা প্রায় সকল ক্রিকেটারই আছে দ্বিতীয় টেস্ট দলে।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান, নাইম শেখ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং শহিদুল ইসলাম।