বেনাপোলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধিঃ “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তরে সার্বিক তত্ত্বাবধানে, জেলা ক্রীড়া কর্মকর্তা যশোর মোঃখালিদ জাহাঙ্গীরের সঞ্চালনায় ও শার্শা উপজেলা নিবার্হী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড ময়দানে সোমবার ২৯ই নম্ভেম্বর সকাল ১০টার সময় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

এ সময় অনুষ্ঠানে, প্রধান`অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন , বিশেষ অতিথী আহসান উল্লাহ মাস্টার ,উপদেষ্ঠা যশোর জেলা আওয়ামীলীগ , বিশেষ অতিথী ,মেহেদী হাসান ভাইস চেয়ারম্যান, শার্শা উপজেলা, বিশেষ অতিথী ,শাহাবুদ্দীন মন্টু প্যানেল মেয়র বেনাপোল পৌরসভা , সাইফুল ইসলাম ম্যানেজার আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী , ইমদাদুল হক বকুল সহ-সভাপতি আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী ,মোঃ রেজাউল হক ,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শার্শা যশোর জেলা ফুটবল দলের সহকারী ম্যানেজার , মোঃ আমিনুর ইসলাম আমিন ও মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

খেলোয়ারদের বিভিন্ন কলাকৌশলে অনুষ্ঠানটি জাঁকজমক পূর্ণভাবে রাখিয়ে তোলে যশোর জেলা ফুটবল দলের প্রশিক্ষণের প্রধান কোচ ও সাবেক জাতীয় ফুটবলার সাব্বির আহমেদ পলাশ।

সর্বশেষ