বিজিএপিএমইএ এর পক্ষ হতে কাস্টমস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিন্দন 

বিজিএপিএমইএ এর পক্ষ হতে কাস্টমস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিন্দন 

বিজিএপিএমইএ এর পক্ষ হতে কাস্টমস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিন্দন 

 

ঢাকা ২৯ নভেম্বর ২০২১ :

 

জাতীয় অর্থনীতির একটি বড় অংশ আসে রপ্তানি আয় হতে। বিশেষতঃ পোশাক ও পোশাক সংশ্লিষ্ট খাতের রপ্তানি আয় ৮৫%।

দেশের অভ্যন্তরে পণ্য প্রবেশ এবং উৎপাদিত পণ্য বর্হিবিশ্বে প্রেরনের তথা আমদানি ও রপ্তানি শতভাগ নিয়ন্ত্রিত হয় কাস্টমস এর মাধ্যমে।

সরকারের বিশাল কাস্টমস জনবলের ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বে থাকে বিসিএস (কাস্টমস ও ভ্যাট) এসোসিয়েশনের সদস্যবৃন্দ। ঘোষিত বাজেটে জাতীয় আয়ের একটি বড় অংশ যেমন সরকারের কাস্টমস বিভাগের মাধ্যমে সংগৃহীত হয়, তেমনি আমদানি-রপ্তানি কার্যক্রমে সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে রপ্তানি আয়ে মূখ্য ভূমিকা পালন করে এই কাস্টমস বিভাগ।

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের ১৮০০ এর অধিক শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সেপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর সদস্য। এ সেক্টরের উৎপাদিত এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের শতভাগই এখন পোশাকসহ অন্যান্য রপ্তানিকারী খাত কর্তৃক ব্যবহৃত হচ্ছে।

ঐ সমস্ত রপ্তানিকারী খাত পূর্বে এ সমস্ত পণ্য বিদেশ হতে আমদানি করতো। এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে বর্তমান বিনিয়োগ প্রায় ৩৫ হাজার কোটি টাকা, প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলিয়ে রপ্তানি আয় ৭ বিলিয়ন ডলার, কর্মরত জনবল ৭ লক্ষের অধিক।

অত্র সেক্টরের এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের আন্তরিক ও অকুন্ঠ সহযোগিতার কারনে। আমাদের পণ্য আমদানি-রপ্তানিসহ বন্ডেড ওয়্যারহাউস সংশ্লিষ্টে সকল প্রকার বিধিগত সুবিধা সব সময়েই কাস্টমস কর্তৃপক্ষ প্রদান করেছে।

সরকারের অভ্যন্তরীণ রাজস্ব ও রপ্তানি আয়ের অন্যতম বিভাগ তথা কাস্টমস বিভাগের নেতৃত্বদানকারী বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের ২০২১-২৩ মেয়াদের নেতৃত্বে সভাপতি হিসেবে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. সহিদুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কাস্টমসের অতিরিক্ত কমিশনার জনাব এ কে এম নুরুল হুদা আজাদসহ ২১ জন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সেপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ও সফলতা কামনা করছি।

সর্বশেষ