স্টাফ রিপোর্টার : আসন্ন শীতে দরিদ্র ও নিন্ম আয়ের মানুষ যাতে শীত নিবারন করতে পারে তাই বরিশালের আগৈলঝাড়ায় দুস্থ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সাদাকা ইউএসএ নামের একটি সংগঠন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সাহায্য সংস্থার স্থানীয় স্বেচ্ছাসেবকরা সকালে প্রায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বাড়ি বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করেন সংগঠনের কর্মীরা। সংস্থার প্রধান নির্বাহী মুহম্মদ শহিদুল্লাহ বলেন, এই ৫০ টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠন ও বিত্তশালীদের উদ্বুদ্ধ করতে কাজ করছে সাদাকাহ ইউএসএ। ।
তিনি বলেন বিগত বছর গুলোর মত এবারও দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাদাকাহ ইউএসএ।নামের এ সংগঠনটি।
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় চলমান রয়েছে এ কার্যক্রম।