আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে গোল্ডেন ডাক মেরে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আজহার আলি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলামের বলে গোল্ডেন ডাক মেরে ফিরেন লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আজহার আলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ডাকের রেকর্ডে পাকিস্তানি এই ব্যাটারের অবস্থান এখন যথাক্রমে দ্বিতীয় স্থানে। ১৫৬ ইনিংসে আজকের ডাক সহ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত আজহারের ডাক সংখ্যা ১৭টি।
এইদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ডাকের রেকর্ডে শীর্ষে আছেন ইংল্যন্ডের মাইক আথার্টন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ডাক সংখ্যা ১৮টি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আজহারের সমান ১৭টি ডাক আছে শ্রীলঙ্কার নার্ভান আথাপত্তু।