বরিশালে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের ৫১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টঃ-বরিশালের শ্রেষ্ঠ রক্তদান সংগঠনের মধ্যে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাব তার মধ্যে অন্যতম।সংগঠনটি রক্ত দানের পাশাপাশি অসহায়ও থ্যালাসেমিয়া রোগীর রক্ত উঠানোর জন্য রক্তের ব্যাগ ও প্রয়োজনীয় ওষুধপত্র সংগঠনের অর্থায়নে ক্রয় করে দেন। সেই সাথে সমাজসেবামূলক কাজে প্রায়ই জেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের মানবিক কার্যক্রম দেখা যায়।জেলার প্রতিটা উপজেলায় মানবিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ রয়েছে।এ লক্ষে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের ৫১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের নির্দেশনায় কে.এম সজল ইসলামের পরিচালনায় আগামী এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়েছে।

আগামী এক বছরের কমিটিতে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের সভাপতি রুমান হোসেন সানি,সহ-সভাপতি সাদ সাজ্জাদ,কামরুল ইসলাম,রাশেদ আলম,সাধারন সম্পাদক হৃদয় দত্ত,যুগ্ন সাধারন সম্পাদক আন্তা নাদারা,মো.হানিফ সরদার সোহাগ,অপূর্ব দে বাঁধন,ইসতিয়াক আহম্মেদ রোহান,আব্দুল্লাহ আল বাপ্পি,শাহীন আকন,সহ-সম্পাদক মোঃ ইমন ইসলাম নাদিম,অর্থ সম্পাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইমন আহম্মেদ,তাসরিফ শাওন,মোঃসজিব,শুভ আহমেদ আলম,দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আরিফ,উপ দপ্তর বিষয়ক সম্পাদিকা তিপ্তী আক্তার,প্রচার সম্পাদক ইমরান ইসলাম মাহিন,সহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক সাফিন আহম্মেদ,সমাজকল্যান বিষয়ক সম্পাদ আব্দুল কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজিব হোসেন,সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহাতাব, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতি সেরনিয়াবাত,সহ মহিলা বিষয়ক সম্পাদিকা অহনা আরিন(লিয়া),ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওসমান,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লিয়ন বিশ্বাস,মাদক নিয়ন্ত্রক বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা জেসিকা জেবরীন,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পার্থ রায়, ত্রান ও দূযোগ বিষয়ক সম্পাদক সিফাত মুন্সী,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,সহÑথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল সরদার,প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা স্নিগ্ধ সুরভী(সায়মা),যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক সুজন দে, সহ- যুব উন্নয়ন বিষয়ক সম্পাদিকা কৃষ্ণা

দাস,ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আর.এস অপু,সহ- ক্যাম্পিং বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস,কার্যকারী সদস্য লিমন আহমেদ,হৃদয় মাহামুদ,তামিম মাহামুদ,খাইরুল ইসলাম,অহনা আরিন,মোঃ সোহান, আনন্দ শীল,মোঃসান,তারেক হাসান এবংতন্ময় দাস।

এ বিষয়ে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত বলেন মানবতার কাজে সবার আগে এগিয়া যাবে এই সংগঠনটি।

সর্বশেষ