আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন শেষে মুশফিকুর রহিম এবং লিটন দাশের পঞ্চম উইকেট জুটিতে চালকের আসনে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। দলীয় ১৯ রানের মাথায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির বলে আবিদ আলির তালুবন্ধী হয়ে ব্যক্তিগত ১৪ রানের মাথায় ওপেনার সাইফ হাসানকে হারায় তারা। সঙ্গীকে হারিয়ে হাসান আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ১৪ রানের মাথায় ফিরেন অন্য ওপেনার সাদমান ইসলাম। চারে ব্যাট করতে নেমে দ্রুত ফিরেন অধিনায়ক মুমিনুল হক পাকিস্তানি স্পিনার সাজিদ খানের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ রান। এইদিন তিনে ব্যাট করতে নেমে নিজের ইনিংস বড় করতে পারেনি নাজমুল হোসেন শান্ত ফাহিম আশরাফের শিকার হয়ে ফিরেন ১৪ রান করে।
দলের শুরুর সেই বিপর্যয় কাটিয়ে উঠার দায়িত্ব তখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাশের ব্যাটে। দুই অভিজ্ঞ দায়িত্বটাও নিলেন দারুণভাবে তাদের দুইজনের গড়া পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে দিনশেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মাধ্যমে লিটন অপরাজিত আছেন ১১৩ রানে অন্যদিকে লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া মুশফিক অপরাজিত আছেন ৯০ রানে। প্রথমদিন শেষে পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, সাজিদ খান এবং হাসান আলি একটি করে উইকেট নেন।