মো ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি; সঙ্গীত বিভাগের প্রফেসর ড. মুশাররাত শবনম-কে সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম-কে সাধারন সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠিত।

বুধবার (২৪ নভেম্বর) নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

উক্ত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ জাককানইবি শাখার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ জালাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু পরিষদ জাককানইবি শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ ড. হুমায়ুন কবির, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, সম্মানিত সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, অর্থ ও হিসাব শাখা, কোষাধ্যক্ষ মোঃ তারিফুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, দপ্তর সম্পাদক মোঃ আবু বুকর সিদ্দিক, সহকারী রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, সম্মানিত সদস্য মোঃ ইব্রাহীম খলিল, সহকারি রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর, জনাব গোকুল চন্দ্র বসাক, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, মোঃ এনায়েত কবির, সেকশন অফিসার, ভিসি দপ্তর, মোঃ আক্তারুজ্জামান শাহীন, প্রশাসনিক কর্মকর্তা, ভিসি দপ্তর, মোঃ ওয়াহিদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, আফরিন জাহান, সহকারি হিসাবরক্ষন কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নাসরিন সুলতানা, ব্যক্তিগত সহকারী, কেন্দ্রীয় লাইব্রেরী, আপেল মাহমুদ, সেকশন অফিসার, অর্থ ও হিসাব শাখা।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব এস. এম হাফিজুর রহমান,অতিরিক্ত পরিচালক,ভিসি দপ্তর, জনাব সঞ্জয় কুমার মুখার্জী, সহকারি অধ্যাপক, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ, জনাব মোঃ রেজাউদ্দৌলাহ প্রধান, জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ দপ্তর, ও প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা মন্ডলী ও উপস্থিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সংক্ষিপ্ত আকারে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ জালাল উদ্দিন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে উজ্জীবিত করে। সেই চেতনাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।” উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন- “বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্য যেন মুজিব আদর্শের পরীক্ষিত সৈনিক হয় এবং কোনো অনুপ্রবেশকারীর প্রবেশ যেন না ঘটে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে।”

সর্বশেষ