ধামইরহাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ধামইরহাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) থেকে স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক কিশোরী অংশগ্রহণ করে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাটনগর ফুটবল মাঠ থেকে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর আয়োজনে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন- ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার মোসা. জুলেখা আক্তার, মাঠ সমন্বয়কারি মো. ফিরোজ আহমেদ, খুজিস্তা আক্তার, মাঠ প্রতিনিধি মোসা. পারভিন বানু, মাফিজুল ইসলাম, অমি সরকার, ফাতেমা আক্তার প্রমুখ।

সর্বশেষ