ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

 

ঢাকা ২৩ নভেম্বর ২০২১ :

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সাথে ২২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র কান্ট্রি ডিরেক্টর Edmond Ginting সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১০ লাখ রোহিঙ্গাসহ প্রায় ১৫ লাখ লোকের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এডিবি’র ৫৮৫ কোটি টাকা অনুদানে ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জরুরি সহায়তা প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত বাস্তবায়ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটি করার চেষ্টা করেছি এবং এ প্রকল্পে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

কান্ট্রি ডিরেক্টর বলেন, ধর্ম প্রতিমন্ত্রী উদ্যোগ গ্রহণ করার ফলে জনস্বার্থ জড়িত এ প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

সাক্ষাৎকালে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, এডিবি’র বাংলাদেশ রেসিডেন্ট মিশনের প্রিন্সিপাল পোর্টফলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট Tika Limbu ও এক্সটারনাল এফেয়ার্স Gobinda Bar উপস্থিত ছিলেন।

সর্বশেষ