বঙ্গবন্ধু আজীবন মানবতার জয়গান গেয়েছেন : ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধু আজীবন মানবতার জয়গান গেয়েছেন : ড.কলিমউল্লাহ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু আজীবন মানবতার জয়গান গেয়েছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব দুলাল বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের মুক্তির সংগ্রামে নিয়োজিত ছিলেন। আমাদেরকেও সেই মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে। জনাব দুলাল আরো বলেন, বঙ্গবন্ধু বহুকাল পূর্বে নোবেল পুরস্কার প্রাপ্য ছিলেন। জীবদ্দশায় না হলেও বঙ্গবন্ধুর মরণোত্তর নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে তিনি মনে করেন। এজন্য সংশ্লিষ্টদের প্রতি নোবেল কমিটির নিকট প্রস্তাব পেশের জোর দাবি জানান তিনি।
আজকের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন যথাক্রমে উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জনাব জাকির হোসেন আজাদ এবং রংপুর থেকে সঙ্গে সংযুক্ত ছিলেন, রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মৎ আর্জিনা খানম।
জনাব খানম বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিপীড়িত ও নিষ্পেষিত জনগণের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জনাব খানম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর। তিনি বলেন, বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের নন। বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। বাংলাদেশে বসবাস করতে হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে অন্তঃকরণে মেনে নিতে হবে।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য প্রদান করেন ক্যাডার সার্ভিসের সহযোগী অধ্যাপক ও গবেষক জনাব আবু সালেক খান।

আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন চাঁদপুরের কচুয়া থানার ১নং সাঁচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মিনু তালুকদার এবং জয় কুমার পাল।

আজকের অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ।
বক্তারা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ষকালব্যাপী এ আয়োজনের জন্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এছাড়াও আজকের আলোচনা সভায় সংযুক্ত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছল খান এবং কচুয়া থানার ২নং পাথইর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি প্রকৌশলী জুয়েল মিয়াজী।

সর্বশেষ