ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছেছেন। আজ সোমাবার সকাল ৯টা ১৫মিনিটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এমন এক সময়ে বাংলাদেশ সফর করছেন, যখন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে।

এই সফরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করবেন।

সর্বশেষ