আব্দুল হাই এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

আব্দুল হাই এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ঢাকা ২১ নভেম্বর ২০২১ :

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের সাবেক উপপ‌রিচালক আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী আজ পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, আব্দুল হাই পরিবেশ অধিদপ্তর পরিবারের একজন সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, মিতভাষী, পরিশ্রমী ও বন্ধুসুলভ কর্মী ছিলেন। তিনি এসময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব মোঃ মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন সহ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

উল্লেখ্য, পরিবেশ অ‌ধিদপ্তরের প্রাক্তন উপপ‌রিচালক আব্দুল হাই শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বশেষ