কোহলিকে ছাড়িয়ে শীর্ষে গাপটিল

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ভিরাট কোহলিকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল। সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের ফাইনাল শেষ করে নিউজিল্যান্ড জাতীয় দল এখন ভারতের বিপক্ষে খেলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।

তবে ভারতের মাঠে ছোট এই ইনিংস খেলার পথে গাপটিল ছাড়িয়ে গেলেন সদ্য বিদায় জানানো ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডকে। ৩২৪৮ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন কিউই ওপেনার। এইদিকে গাপটিল পেছনে ফেলা ভারতের ভিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংখ্যা ৩২২৭। অন্যদিকে ৩০৮৫ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক দিয়ে সেরা তিনে আছেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

সর্বশেষ