অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের চেপে ধরেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে সফরকারীরদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান। ১৬ রানে ব্যাট করছে আফিফ হোসেন অন্যদিকে ১৮ রানে ব্যাট করছে নাজমুল শান্ত। একনজরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ