প্রতিমন্ত্রী জাকির হোসেনকে কুড়িগ্রামবাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

প্রতিমন্ত্রী জাকির হোসেনকে কুড়িগ্রামবাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

 

ঢাকা ১৯ নভেম্বর ২০২১ :

কুড়িগ্রাম থেকে ফিরে আতিক রুবেল:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো:জাকির হোসেন এমপি কে কুড়িগ্রাম জেলার সাধারণ জনগণ তথা আওয়ামীলীগের নেতাকর্মীরা পুর্ণমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ হিসেবে জানা যায় জাকির হোসেন এমপি সৎ ও দক্ষ একজন মানুষ। তিনি সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে মিশে এলাকার উন্নয়নে কাজ করেন। তিনি অসহায় গড়িব মানুষের সাথে যে ভাবে চলেন, কথা বলেন তেমনি ভাবে কোন তৃনমূলের জনপ্রতিনিধি চলে না বলে জানান কুড়িগ্রামের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও সর্বস্তরের জনতা।

জাকির হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়ে কুড়িগ্রাম-৪ আসনে ব্যাপক উন্নয়ন করেন। একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়ে বিপুল  ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জননেত্রী শেখ হাসিনার মন্ত্রীসভার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রায় তিন বছর যাবত সফলতার সাথে মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথমেই ঢাকা সিটির সরকারি প্রাথমিক স্কুলে ঝটিকা সফরে গিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা একাধিক শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কারণে সকল স্কুলে শিক্ষকদের উপস্থিতি বেড়েছে এবং দায়িত্ব পালনে গাফিলতি কমেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু ইউসুফ ভূইঁয়ার কাছে প্রতিমন্ত্রী জাকির হোসেন কেমন মানুষ জানতে চাইলে তিনি বলেন আমার চাকুরী জীবন শেষ প্রান্তে কিন্তু দীর্ঘ চাকুরি জীবনে জাকির স্যারের মত এমন সদালাপী হাসিখুশি মাটির মানুষ আমি আর পাই নাই। তিনি অফিসের সাধারণ কর্মচারী ও অফিসারদের মধ‍্যে কোন পার্থক্য খুঁজেন না, সকলকে মানুষ হিসেবেই মর্যাদা দেন যা বতর্মান যুগে বিরল ঘটনা।

রৌমারী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ আবদুল্লাহ বলেন-‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি জানাই আমাদের প্রিয় জাকির ভাইকে পূর্নমন্ত্রী হিসেবে নিয়োগ করা হোক।‘

সর্বশেষ