একদিন আগেই পাকিস্তানের একাদশ ঘোষণা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য পাকিস্তান একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যার জন্য ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচের জন্য একাদশ সাজিয়েছে পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক করা সেই একাদশ থেকে বিশ্রামে আছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলে আসা একাংশ।

একনজরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান একাদশঃ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান(উইকেটকিপার) হায়দার আলি, ফখর জামান, খুশদিল শাহ, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

সর্বশেষ