নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রশংসা শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ১৬ নভেম্বর ২০২১ :

         বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রুপান্তর, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর গামিনি লক্ষণ পিরিস (PROF GAMINI LAKSHMAN PEIRIS)|

ঢাকা সফররত শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র  সাথে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক দৃঢ় হয়েছে। ভবিষ্যতে তা আরো গভীর হবে।

বাংলাদেশে বাণিজ্য প্রসারে আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে করোনা ঝুঁকির মধ্যেও শ্রীলংকার প্রেসিডেন্ট রাজা পাকশে বাংলাদেশে আসায় প্রতিমন্ত্রী এসময় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শ্রীলংকার সাথে বাংলাদেশের নৌপরিবহন খাতের বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে শিপিং লাইনে  বাংলাদেশ যত বেশি জায়গা করতে পারবে তত বেশি লাভবান হবে বলে মন্তব্য করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং ২০২৬ সালে  কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর  নির্মিত হলে শ্রীলংকা সেগুলো ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হবে।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেবিরত্নে (PROFESSOR SUDHARSHAN SENEVIRATNE) উপস্থিত ছিলেন।

সর্বশেষ