আমি চেয়ারম্যান হওয়ার সব কৃতিত্ব এলাকাবাসীর: জাকির

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকার প্রতীকে জয়ী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন। গত ১১ নভেম্বর তিনি জনসাধারণের স্বত:ফূর্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়েই তিনি সব কৃতিত্ব দিলেন এলাকাবাসীকে।

এ বিষয়ে জাকির হোসেন বলেন, ‘আমার মানিকারচর ইউনিয়নে আমি নৌকার প্রতীকে জয়ী হয়েছি সেটা আমার কোন কৃতিত্ব নয়। সব কৃতিত্ব আমার এলাকাবাসীর। তারা (এলাকাবাসী) আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সারাজীবন আমি তাদের সুখে-দু:খে পাশে থেকে কাজ করে যেতে চাই।’

একই সঙ্গে জাকির হোসেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর (অবঃ) সুবেদ আলী ভূঁইয়া এবং তাঁর অনুসারীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে নৌকার হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সকলকে তাঁর পাশে থাকার আহবান জানান।

সর্বশেষ