রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহকারী ব্যবস্থাপকের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
ঢাকা ১৪ নভেম্বর ২০২১ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক) কাজী তানভীর আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কাজী তানভীর আহমেদ কর্মজীবনে একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তাঁর মতো মেধাবী কর্মকর্তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
কাজী তানভীর আহমেদ আজ সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।