উইলিয়ামসন ঝড়ে ফাইনালে অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

উইলিয়ামসন ঝড়ে ফাইনালে অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে কিউই অধিনায়কে কেন উইলিয়ামসনের ঝড়ে ১৭৩ রানের লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড। দলীয় ২৮ রানের মাথায় জজ হ্যাজলউডের শিকার হয়ে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরেন গত ম্যাচে জয়ের নায়ক ড্যারিল মিচেল। মিচেলের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে অন্য ওপেনার মার্টিন গাপটিলকে সঙ্গী করে যখন আস্তে আস্তে খোলস থেকে বের হতে চাইছিলো নিউজিল্যান্ড কাপ্তান কেন উইলিয়ামস ঠিক তখনি খোলস খোলার আগে ব্যক্তিগত ২৮ রানের মাথায় গাপটিলকে ফিরিয়ে কিউইদের দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি ভাঙে দেন অজি লেগ স্পিনার অ্যাডাম জম্পা। গাপটিলের বিদায়ে চারে ব্যাট করতে নামা গ্লেন ফিলিপ্সের সাথে অধিনায়ক উইলিয়ামসনের জুটিটা হয়েছে দারুণ। তৃতীয় উইকেট জুটিতে যখন দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলো ওই দুই জন ঠিক তখনি ৪৮ বলে ১০ চার এবং ৩টি বিশাল ছক্কায় ব্যক্তিগত ৮৫ রানের মাথায় উইলিয়ামসনকে ফিরিয়ে তাদের ৬৮ রানের জুটি ভাঙেন জজ হ্যাজলউড।

উইলিয়ামসনের বিদায়ে বেশিক্ষণ উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেনি তাকে যোগ্য সঙ্গ দেওয়া গ্লেন ফিলিপ্স। জজ হ্যাজলউডের তৃতীয় শিকার হয়ে ফিরেন ১৮ রানে। দ্রুত দুই ব্যাটারের বিদায়ের পর নিজেদের ইনিংসের শেষদিকে জিমি নিশামের ১৩ আর টিম স্রেইপেটের ৮ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে আসে ১১৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে জজ হ্যাজলউড নেন ৩টি উইকেট ১টি উইকেট নেন অ্যাডাম জম্পা।

সর্বশেষ