নৌকায় ভোট দিন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ পাবেন: নলতার নৌকার প্রার্থী

নৌকায় ভোট দিন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ পাবেন: নলতার নৌকার প্রার্থী

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনুন, সব ধরনের উন্নয়ন পাবেন বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়। শনিবার (১৩ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা উন্নয়নে বিশ্বাসী।

আধুনিক সাতক্ষীরার উন্নয়নের রূপকার অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয় নৌকার মাঝি হয়ে আসার পর থেকেই সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নৌকা মার্কায় ভোট দিন আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। এজন্য আগামী ২৮ নভেম্বর সারাদিন নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ মানেই হলো উন্নয়নেই ধারা অব্যাহত রাখা। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। নৌকায় ভোট দিতে হবে, তাহলে চলমান উন্নয়ন আরও বেগমান হবে।’ তিনি আরও বলেন, ‘নলতা ইউনিয়নের উন্নয়নে আমাকে একবার সুযোগ দিন আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।

এজন্য আগামী ২৮ নভেম্বর নৌকায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়ন আরও বেগমান হবে।’ তিনি আরও বলেন, ‘নৌকা উন্নয়ন এবং স্বাধীনতার প্রতীক। নৌকা হারলে শেখ হাসিনা হারবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে নলতায় উন্নয়ন হবে না।

সর্বশেষ