দীর্ঘদিন পর সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

দীর্ঘদিন পর সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

শেষবার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও আর বাংলাদেশ সফরে আসেনি তারা। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাহিন আফ্রিদি- ফখর জামানরা। তবে চলতি বিশ্বকাপে দলের সাথে থাকা ক্রিকেটারদের প্রায় অনেকে বাংলাদেশ সফরে আসলেও এখন পর্যন্ত আসেনি অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ শোয়েব মালিক।

আগামী ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফর৷ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়৷

এরপর আগামী ২৬শে নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ৷ ৪ ডিসেম্বর ঢাকায় শুরু হবে দুইদলের দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ