ভৈরবে নানা আয়োজননে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে আলোচনাসভা,কেক কাটা ,ফুলেল শুভেচ্ছা ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র ১১বছর পেরিয়ে (১২ বছরে পদার্পণ) উপলক্ষে এক যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে । মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনাসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ । পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলমাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আবদুল্লাহ আল মারুফ, ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কাজল, ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তুহিন মোল্লা, সাপ্তাহিক দিনের গান ও দৈনিক পূর্ব কন্ঠের সম্পাদক সোহেল সাশ্র“, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম নাজমুল হক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাচ্চু মিয়া প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নির্বাহি সদস্য কবীরুজ্জামান রুমান, পৌর যুবলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ গাজী, শ্রম বিষয়ক সম্পাদক আসিবুদুল্লাহ আবু, বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস দ্রুব, বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল, চ্যানেল এস, সিএনএন বাংলা ও দৈনিক জনতার প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, দৈনিক বাংলাদেশ ভুলেটিনের প্রতিনিধি আব্দুর রউফ,  চ্যানেল২৪ প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, ৭১টিভির প্রতিনিধি ফজলুল হক বাবু, আরটিভির প্রতিনিধি আল আমিন টিটু, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল, এসিয়ান টিভির প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক নাজির আহমেদ,  গণমানুষের আওয়াজের প্রতিনিধি এম আর ওয়াসিম, দৈনিক গৃহকোণের স্টাফ রিপোর্টার ও ভৈরব উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হৃদয় আজাদ, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি রাজীবুল হাসান, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আফসার হোসেন তূর্যা, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি আশরাফুল আলম, অনলাইন পোর্টাল ব্রাক্ষ্মণবাড়িয়া নিউজের প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি জুয়েল মিয়া, আব্দুর রহমান, তুহিনুর রহমান, শাহিনুর ইমন ও নাঈমসহ আরো অনেকে।

আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে জন্মবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। পাশাপাশি অতিথিরা মোহনা টিভির চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং আগামীতে অবহেলিত এই জনপদের খবরাখবর আরো গুরুত্বসহ মোহনা টিভিতে সম্প্রচার করার আশাবাদ ব্যক্ত করেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয় ।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ভৈরব প্রেস ক্লাবের নির্বাহি সম্পাদক বৈশাখী টিভি ও কালের কন্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ ।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক মহলসহ সুশীল সমাজের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ