দ্বিতীয় ধাপে ৮৪৩ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে দেশের ৮শ ৪৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২০টিতে ভোট হচ্ছে ইভিএমএ।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮১ জন চেয়ারম্যান প্রার্থী। ৮শ’ ৪৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন তিন হাজার ৩শ ১০ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭শ’ ৪৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন ৯ হাজার ১শ ৬১ জন। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করা হলেও আইনী জটিলতার কারণে কয়েকটি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।

সর্বশেষ