নলতায় নৌকার প্রচারণায় দ্বারে দ্বারে যুবলীগ-ছাত্রলীগ

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: আসন্ন ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নলতা ইউনিয়নের নৌকার চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়ের পক্ষে দিনভর বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন নলতা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চেয়ারম্যানপ্রার্থী ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।

মঙ্গলবার দিনভর প্রচারণায় উপস্থিত ছিলেন, য্বুলীগ নেতা জি.এম সাইফুল ইসলাম, য্বুলীগ নেতা সাইফুল ইসলাম টুটুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাড়, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদ মামুন হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পদক সোহেল বিশ্বস, সাবেক সাধারন সম্পদক মহিবুল্লাহ, নলতা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক সভাপতি ইয়াছিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পদক শেখ হেলাল, মেহেদী, ইমরান, আমজাত, ইয়াছিন সহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত অসংখ্য যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।

সর্বশেষ