তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েবার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

ঢাকা ১০ নভেম্বর, ২০২১:

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (আপা)’র অগ্রগতি পর্যালোচনা সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় চলতি অর্থবছরে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। দপ্তর প্রধানগণ তাদের কার্যক্রমের অগ্রগতি সভায় তুলে ধরেন। এসময় তথ্য মন্ত্রণালয়ের সচিব সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে যথাসময়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরো তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন।  

প্রধান তথ্য অফিসার মো: শাহেনুর মিয়া, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী  মো: আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সভায়  উপস্থিত ছিলেন।

সর্বশেষ