এলপিএল নিলামে দল পেলেন তাসকিন-মিঠুনসহ ‘৫’ বাংলাদেশী

এলপিএল নিলামে দল পেলেন তাসকিন-মিঠুনসহ ‘৫’ বাংলাদেশী

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের নিলামে দল পেলেন তাসকিন-মিঠুনসহ পাঁচ বাংলাদেশী তারকা ক্রিকেটার।

গতকাল ৯ই নভেম্বর (মঙ্গলবার) আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ থেকে নিলামে দল পেয়েছে ব্যাটার মোহাম্মদ মিঠুন পেসার তাসকিন আহমেদ এবং আল আমিনের সাথে তরুণ পেসার মেহেদী হাসান রানা সঙ্গে আছেন স্পিন বোলার নাজমুল হোসেন অপু।

এদের মধ্যে ব্যাটার মোহাম্মদ মিঠুন স্পিনার নাজমুল হোসেন অপুর সাথে তরুণ পেসার মেহেদী হাসান রানার গন্তব্য ক্যান্ডি ওয়ারিয়র্সে। অন্যদিকে জাতীয় দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।

মূলত চলতি বছরের জুলাই-আগষ্টে শ্রীলঙ্কার মাঠে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রিকেটার‍দের ব্যস্থ সূচি থাকার কারণে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টির। আগামী ৫ই ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩শে ডিসেম্বর।

সর্বশেষ