ইন্দোনেশিয়া সফররত শিল্পমন্ত্রীর সাথে সেদেশের শিল্পমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ইন্দোনেশিয়া সফররত শিল্পমন্ত্রীর সাথে সেদেশের শিল্পমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

 

ঢাকা ১০ নভেম্বর, ২০২১:

ইন্দোনেশিয়া সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী Agus Gumiwang Kartasasmita-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর ২য় আঞ্চলিক সম্মেলন (The 2nd Regional Conference on Industrial Development) শুরুর প্রাক্কালে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শীঘ্রই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরি দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হয়।

এ লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ