আগৈলঝাড়ায় ৫০টি কেন্দ্রের ৪০টি ঝুঁকিপূর্ণ : কঠোর নিরাপত্তারয় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ২য় ধাপে ১১ নভেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৫০টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সেই হিসাবেই প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা সদস্য প্রেরণ করা হচ্ছে।
অগৈলঝাড়া নির্বাচন অফিসার মো. সহিদ উল্যাহ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জনসহ মোট ৪শ’ জন পুলিশ ও প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে ৮শ’ ৫০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ভ্রাম্যমান থাকবেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বসে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি কেন্দ্রের ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমরান হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম। এসময় আরো বক্তব্য রাখেন গৌরনদী সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. রাকিব হোসেন, মেহেন্দিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, মো. সহিদ উল্যাহ, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আয়েশা খাতুন প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের ৫জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই সবকটি কেন্দ্রে শুধুমাত্র ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মধ্যে সির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ