অক্টোবরের সেরা খেলোয়াড়ের আসিফ আলি

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ অক্টোবরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তান জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলি।

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলি। তাইতো অক্টোবরে প্লেয়ারদের পারফরম্যান্সের বিচারে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) মাস সেরার পুরুষ্কার তুলে দিলো তার হাতে। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির কাজ থেকে আইসিসি প্লেয়ার্স অব দ্যা মান্থ পুরুষ্কার পেলেন আসিফ। এর আগে এপ্রিলে সেরা ক্রিকেটারের পুরুষ্কার জিতেছিলেন বর্তমান পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম।

এই পুরুষ্কারে পেতে আসিফকে লড়াই করতে হয়েছিলো দুই তারকা অলরাউন্ডার বাংলাদেশী সাকিব আল হাসান এবং নামিবিয়ার ডেভিড ভিসার সাথে। যেখানে দর্শক ভোটে দুই তারকাকে পিছনে ফেলে এই অর্জনে নাম লিখিয়েছে আসিফ।

সর্বশেষ