বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল ঘোষণা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনা। যেখানে অপরাজেয় ভাবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে এশিয়ার পরাশক্তি পাকিস্তান। তবে বিশ্বকাপের পরে বাংলাদেশর বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির ঘোষিত দলে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ না থাকলেও আছেন বিশ্বকাপে পাকিস্তানের বাকি ১৪ সদস্য। বিশ্বকাপের দলের বাহিরে থেকে ডাক পেয়েছেন ৪ ক্রিকেটার।

একনজরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফখর জামান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহনেওয়াজ ডানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

সর্বশেষ