ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুন:নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুন:নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

 

ঢাকা ০৯ নভেম্বর, ২০২১ :

সরকার ডিজেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুন:নির্ধারণ করেছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৮ নভেম্বর এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১.৪২ টাকার স্থলে ১.৮০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে এ ভাড়ায় যথাক্রমে ১.৭০ টাকার স্থলে ২.১৫ টাকা ও ১.৬০ টাকার স্থলে ২.০৫ টাকা পুন:নির্ধারণ করা হয়। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা।

ঢাকা টান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি এর আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে এ ভাড়া  প্রতি কিলোমিটার ১. ৬০ টাকার স্থলে ২.৫০ টাকা পুন:নির্ধারণ করা হয়।

পুন:নির্ধারণকৃত এ ভাড়া আজ (৮ নভেম্বর ২০২১) হতে কার্যকর হবে।

এ ভাড়া বৃদ্ধি গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সর্বশেষ