জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ ভারতের

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পঞ্চম এবং শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪২তম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় টুর্নামেন্টের নবাগত নামিবিয়া। তবে ব্যক্তিগত ১৪ এবং দলীয় ৩৩ রানের মাথায় ওপেনার মিচেল লান লিগেনকে ফিরিয়ে ভারতকে শুরুর সাফল্য এনে দেন পেসার জাসপ্রিত বুমরাহ। লিগেনের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে ক্রিগ উইলিয়াম ফিরেন ডাক মেরে। দ্রুত দুই ব্যাটারের বিদায়ে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি ওপেনার স্টিভেন ব্রেড। জাদেজার দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ২১ রানে। চারে ব্যাট করতে নেমে জান লপটি ৪ রানে ফিরে বাড়িয়েছে দলের বিপদ।

দলের এমন অবস্থায় দলের গুরু দায়িত্ব তখন দুই টপঅর্ডার গার্ড এয়ারমোস এবং ডেভিড ভিসার কাঁধে। তবে ব্যক্তিগত ১২ রানে এয়ারমোসকে ফিরিয়ে নামিবিয়ার পঞ্চম উইকেটে ২৫ রানের জুটি ভাঙেন রবিচন্দ্র অশ্বিন। এয়ারমোসের বিদায়ে দ্রুত ফিরেন সাতে ব্যাট করতে নামা স্মিথ। এইদিকে ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলে ২৬ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে ফিরেন ভিসা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে নামিবিয়া পায় ১৩২ রানের ছোট পুঁজি। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

জবাব দিতে নেমে দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালো হয় ভারতের। তবে ৩৭ বলে ৭চার আর ২ ছক্কায় ব্যক্তিগত ৫৬ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতের ৮৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জান ফ্রাইলিঙ্ক। রোহিত ফিরলে তিনে ব্যাট করতে নামা অধিনায়ক ভিরাট কোহলিকে সঙ্গী করে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লোকেশ রাহুল। ৩৬ বলে ৪টি চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে। রাহুলকে যোগ্য সঙ্গ দেওয়া অধিনায়ক ভিরাট কোহলি অপরাজিত ছিলেন ২৫ রানে।

সর্বশেষ