ধামইরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর ধামইরহাটে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় ওই ব্যাচের দু’শ চব্বিশ জন পরীক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে বিদায় নিতে দেখা যায়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী, এই স্কুলের সাবেক ছাত্র ঢাকা গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীসহ সকল শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ