টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে কে কার মুখোমুখি

গ্রুপ পর্যায়ের আরও একটি খেলা বাকি। এর মধ্যেই বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। রোববার (৭ নভেম্বর) রাতের ম্যাচে পাকিস্তান ৭২ রানে স্কটল্যান্ডকে হারানোয় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠেছে। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে নিউ জিল্যান্ড।

অপর গ্রুপ থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন,অস্ট্রেলিয়া রানার্সআপ। ফরম্যাট অনুযায়ী ইংল্যান্ড খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১০ নভেম্বর আবু ধাবিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। পরদিন দুবাইয়ে খেলবে পাকিস্তান অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

পাকিস্তান ২০০৯ সালে এবং ইংল্যান্ড ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া একবারও জেতেনি এ শিরোপা।

সর্বশেষ