চতুর্থ বোলার হিসেবে রশিদের ৪০০ উইকেট

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

গতকাল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার মর্টিন গাপটিলকে ফিরিয়ে চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন আফগান লেগী রশিদ খান। ২৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। রশিদের আগে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং সুনীল নারিন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের পর এই রেকর্ডে নাম লেখান রশিদ।

এইদিকে ৫৫৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় প্রথম স্থানে আছেন ব্রাভো। ৪২৫ উইকেট নিয়ে এই তারিকায় দুই নম্বরে আছেন আরেক ক্যারিবীয় সুনীল নারিন। প্রোটিয়া লেগী ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪২০। অন্যদিকে ৩৯৮ উইকেট নিয়ে এই তালিকায় পাঁচ নম্বরে অবস্থান বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সর্বশেষ