শরীয়তপুরে দানিব বিন ইকবাল আদরের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ক্রিকেট টূর্নামেন্ট

শরীয়তপুরে দানিব বিন ইকবাল আদরের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ক্রিকেট টূর্নামেন্ট

শরীয়তপুর প্রতিনিধি: ” মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে দানিব বিন ইকবাল আদরের সার্বিক তত্ত্বাবধানে ও এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় শরীয়তপুর জেলা স্টেডিয়ামে এ টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু একাদশকে ১৩ রানে হারিয়ে বঙ্গমাতা একাদশ বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধারা ভাষ্যকার ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, উদ্যোক্তা দানিব বিন ইকবাল আদর, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, পৌরসভার সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমূখ।

সর্বশেষ